ভারত নন-বাসমতি চাল রপ্তানিতে নতুন শর্ত জুড়ে দিয়েছে। এখন থেকে এ ধরনের চাল কেবলমাত্র এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ)-তে চুক্তি নিবন্ধনের পর রপ্তানি করা যাবে।
স্থানীয় সময় বুধবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-বাসমতি চালের রপ্তানি নীতিতে একটি অতিরিক্ত শর্ত সংযোজন করা হয়েছে, যার ফলে চুক্তি নিবন্ধন ছাড়া রপ্তানির সুযোগ থাকবে না।
প্রসঙ্গত, ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট সময়কালে দেশটি ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের চাল রপ্তানি করেছে। এর মধ্যে বাংলাদেশ নন-বাসমতি চালের অন্যতম বড় আমদানিকারক দেশ।