শ্রীকাইল-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
গতকাল রোববার কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল এলাকায় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ‘দুটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ (সুন্দলপুর–৪ ও শ্রীকাইল-৫) এবং দুটি অনুসন্ধান কূপ (সুন্দলপুর সাউথ–১ ও জয়পুরহাট–১)’ প্রকল্পের অংশ। উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের খনন ও প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাপেক্স জানিয়েছে, ব্লক-৯-এর আওতায় শ্রীকাইল-৫ কূপ খননের গভীরতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৫০ মিটার। এখানে প্রমাণিত গ্যাস মজুদ ধরা হয়েছে ৬২.৮৭ বিলিয়ন ঘনফুট। এছাড়া সম্ভাব্য উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫০.৩০ বিলিয়ন ঘনফুট।
কূপ খননের কাজ সম্পূর্ণভাবে বাপেক্সের নিজস্ব তহবিল ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। কোম্পানির লক্ষ্য এই কূপ থেকে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো এবং শক্তি চাহিদা পূরণে অবদান রাখা। শ্রীকাইল-৫ কূপ খনন কাজ শুরু হওয়ায় আশা করা হচ্ছে, বাংলাদেশে গ্যাস মজুদ বাড়াতে নতুন সুযোগ তৈরি হবে। এটি দেশের শক্তি নিরাপত্তা ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।