মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এবার তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রে আসবাবপত্র তৈরি করে না, তাদের ওপরও অতিরিক্ত শুল্ক বসানো হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পকে ‘অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে, ঠিক যেমন বাচ্চারা চকলেট চুরি করে’। তিনি আরও বলেন, ‘ক্যালিফোর্নিয়ার দুর্বল ও অদক্ষ গভর্নরের কারণে শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি।’
এর কিছুক্ষণ পর আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘নর্থ ক্যারোলাইনা একসময় আসবাবপত্রের জন্য বিখ্যাত ছিল। এখন এই ব্যবসা পুরোপুরি চীন ও অন্যান্য দেশের কাছে চলে গেছে। নর্থ ক্যারোলিনাকে আবারও শক্তিশালী করতে আমি সেসব দেশের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি, যারা যুক্তরাষ্ট্রে তাদের আসবাবপত্র তৈরি করে না।’
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কবে থেকে এই শুল্ক কার্যকর হবে তা ট্রাম্প জানাননি। তিনি শুধু বলেছেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’ তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট আবারও শুল্ক আরোপ করতে চলেছেন, এবার সিনেমা ও আসবাবপত্র খাতে।