শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে টানা চারদিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার থেকে আবার চালু হবে স্বাভাবিক কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ছিল। ২ অক্টোবর বিজয়া দশমীর ছুটি যুক্ত হয়। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চারদিন দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও দুই শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ ছিল। ফলে আজসহ চারদিন ধরে লেনদেন বন্ধ ছিল।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে যথানিয়মে ব্যাংক খোলা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, আগামীকাল রোববার সকাল ১০টা থেকে শুরু হবে পুঁজিবাজারে লেনদেন। গ্রাহকরা জানান, ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা বা তোলার জন্য সরাসরি কাউন্টারে যাওয়ার সুযোগ ছিল না। তবে এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন চলতে থাকায় তেমন অসুবিধা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশে ব্যাংকের ১২ হাজার ৮১৪টি এটিএম বুথ, ৭ হাজার ৬৪৩টি সিআরএম এবং ১ লাখ ৩৪ হাজার ৩২৭টি পিওএস চালু আছে। ব্যাংকগুলো এখন পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ ডেবিট কার্ড ইস্যু করেছে। ফলে কার্ড ব্যবহার করে এটিএম বুথ ও পিওএস-এ লেনদেনসহ এমএফএস সেবা গ্রাহকদের সুবিধা দিয়েছে।
এছাড়া ব্যাংকের নিজস্ব অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবাও চালু ছিল। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুযোগও ব্যবহার করেছেন গ্রাহকরা। পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবাও সচল ছিল।