হঠাৎ দর বাড়ছে অবসায়নের পরিকল্পনায় থাকা আটটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের। সর্বশেষ তিন কর্মদিবসে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার ১৮ থেকে ২৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত মঙ্গলবারের সর্বশেষ কর্মদিবসে শেয়ারগুলো সর্বোচ্চ দর সীমা (সার্কিট ব্রেকার) ছুঁয়ে ৭ থেকে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বেড়েছে যেসব প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে– বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং এবং প্রাইম ফাইন্যান্স। দীর্ঘদিন ধরে দর পতনে থাকা এই শেয়ারগুলোতে নতুন বিনিয়োগকারীর আগ্রহ দেখা যাওয়ায় অন্যদেরও দৃষ্টি আকর্ষণ করছে।
অত্যন্ত রুগ্ণ এসব প্রতিষ্ঠান বহু বছর ধরে আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছে না। বিতরণকৃত ঋণের বড় অংশ খেলাপি। কেন তাদের অবসায়ন বা বাধ্যতামূলক একীভূতকরণ হবে না– বাংলাদেশ ব্যাংকের নোটিশের জবাবে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ব্যাংকের আর্থিক সহায়তা ছাড়া তারা ঘুরে দাঁড়াতে পারবে না।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “যারা এসব শেয়ার কিনছেন, তারা ভালো বলতে পারবেন। প্রতিষ্ঠানগুলো খুবই রুগ্ণ। তাদের বাঁচার সুযোগ কম। গণমাধ্যমে খবর এসেছে, বাংলাদেশ ব্যাংক এগুলো অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত কার্যকর হলে শেয়ারহোল্ডাররা আইনত কিছুই পাবেন না। দায় মেটানোর সম্পদই নেই।”
তিনি আরও বলেন, “পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণের সময় শেয়ারহোল্ডারদের অর্থ বা শেয়ার দেওয়া হয়। কিছু বিনিয়োগকারী অবসায়নের পরিকল্পনায় থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একইভাবে ভাবতে পারেন। তবে সতর্ক হওয়া উচিত। একীভূতকরণ ও অবসায়ন আলাদা বিষয়। একীভূত হলে শেয়ারহোল্ডারদের অধিকার শেষ হয় না, অবসায়নে হতে পারে।”
সর্বশেষ কর্মদিবসে বিএফআইসির শেয়ার ৩০ পয়সা বেড়ে ৩ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। এটি ছিল সার্কিট ব্রেকারে নির্ধারিত সর্বোচ্চ দর। এক বছর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। এরপর শেয়ারটি ৭৬ শতাংশ দর হারায়। তবে সর্বশেষ তিন কর্মদিবসে এটি ২৩ শতাংশ বেড়েছে।
ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার এক বছর আগে ১০ টাকার অভিহিত মূল্যে সর্বোচ্চ ৫.৫ টাকায় কেনাবেচা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর দর নেমে ১.১০ টাকায় দাঁড়ায়। মঙ্গলবার এটি বেড়ে ১.৪০ টাকায় কেনাবেচা হয়েছে, যা ২৭ শতাংশ বৃদ্ধি। এফএএস ফাইন্যান্সের শেয়ারও মঙ্গলবার ১.৪০ টাকায় কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় পৌনে ৮ শতাংশ এবং পাঁচ কর্মদিবসের তুলনায় ২৭ শতাংশ বেশি।
জিএসপি ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ তিন টাকায় কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। এক বছর আগে সর্বোচ্চ দর ছিল ১৪.৩০ টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার সর্বশেষ দেড় টাকায় বিক্রি হয়েছে, আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। এক বছর আগে সর্বোচ্চ দর ছিল ৫.৭০ টাকা। সর্বশেষ তিন কর্মদিবসে শেয়ারটির দর ২৫ শতাংশ বেড়েছে।
পিপলস লিজিংয়ের শেয়ার ১.৩০ টাকায় কেনাবেচা হয়েছে, আগের দিনের তুলনায় সোয়া ৮ শতাংশ বেশি। এক বছর আগে সর্বোচ্চ দর ছিল ৪.৭০ টাকা। প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দেড় টাকায় বিক্রি হয়েছে, আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। প্রাইম ফাইন্যান্সের শেয়ার ২.৪০ টাকায় কেনাবেচা হয়েছে, আগের দিনের তুলনায় ৯ শতাংশ এবং পাঁচ কর্মদিবসের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।