সরকার নাসা গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দায়িত্বে প্রশাসক নিয়োগ দিয়েছে। শ্রম মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গতকাল বুধবার থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।
গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানওয়ার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত আরিফ আহমেদ খান নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধের ব্যবস্থা করবেন।
সরকারের নির্দেশে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সম্পত্তি বিক্রির বিষয়ে সম্মতি দিয়েছেন। সম্প্রতি তিনি পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলগেটে ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সংস্থা ও বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাঁর স্বাক্ষর গ্রহণ করা হয়।
নাসা গ্রুপের বিভিন্ন কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক কর্মরত আছেন। গ্রুপটি ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে এবং বর্তমানে ৮ হাজার ৬৭৬ কোটি টাকার খেলাপি রয়েছে। আর্থিক সংকটের কারণে শ্রমিক ও কর্মচারীরা বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ করছেন। নজরুল ইসলাম মজুমদার গত বছরের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিক্রির জন্য নির্ধারিত সম্পত্তির মধ্যে রয়েছে গুলশান ৭ নম্বর রোডের ৬ নম্বর প্লট, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন, নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের একটি প্লট।