বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মোহাম্মদ খোরশেদ আলম সভাপতি এবং জামিলুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটির নেতৃত্ব দেবেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে এক অনুষ্ঠানে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নারগিস মুরশিদা। নারগিস মুরশিদা নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন। তিনি বলেন, “কঠিন সময়ে মোহাম্মদ খোরশেদ আলম চেম্বারের পাশে ছিলেন। তারই ফলস্বরূপ তিনিসহ পুরো কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যা চেম্বারের সদস্যদের আস্থার প্রতিফলন।”
এর আগে ৮ অক্টোবর বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫-২০২৭ মেয়াদের ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় সব সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে চেম্বারের লক্ষ্য পূরণে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
-
সিনিয়র সহসভাপতি: হান জিংচাও, এ জেড এম আজিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম
-
সহসভাপতি: মোহাম্মদ হাফিজুর রহমান খান, চাও চংচং, খন্দকার আতিকুর রহমান, মোহাম্মদ মাসুদ আলী খান
-
যুগ্ম সাধারণ সম্পাদক: নাসিমা জাহান বিজলী
-
অর্থ পরিচালক: ফারহান আহমেদ খান
-
অন্য পরিচালকবৃন্দ: তালুকদার মো. জাকারিয়া হোসেন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. জিন্নাতুল ইসলাম, মো. আমানুর রহমান, মো. আবদুল্লাহ জাবের, মো. সেলিমুজ্জামান মোল্লা, সান পিন, এ টি এম অলতাফ হোসেন লোটাস, মো. কামরুজ্জামান, মো. রাকিবুল হক, মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, আসিফ হক রূপো, এস এম মুস্তাফা জলাল।