রবি আজিয়াটা পিএলসির নতুন গঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সেবা চালানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে।
গত (সোমবার) রবি এক ঘোষণা জারি করে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে। সম্পূর্ণভাবে রবির মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন সরবরাহ করবে। এতে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য ডিজিটাল লেনদেন সেবা।
রবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগে পর্যন্ত মোবাইল অপারেটরটি তাদের ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে সীমিত ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে আসছিল। তিনি বলেন, “গ্রাহকরা মোবাইল রিচার্জ, বিল পরিশোধ এবং ট্রেনের টিকিট কিনতে পারতেন। কিন্তু ক্যাশ আউট বা অন্য অপারেটরে টাকা স্থানান্তরের সুবিধা ছিল না। বাংলাদেশ ব্যাংক পরামর্শ দেয়—এ ধরনের সেবা চালাতে হলে আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ী আমরা স্মার্টপে তৈরি করেছি।”
রবি, যেটি একসময় ‘এটেল’ নামে পরিচিত ছিল, ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) হিসেবে গঠিত হয়। পরে ২০১০ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে রিব্র্যান্ডিং করে রবিতে পরিণত হয়। বর্তমানে কোম্পানির শেয়ার স্ট্রাকচার হলো: মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ ৬১.৮২%, ভারতীয় ভারতী এয়ারটেল ২৮.১৮% এবং বাকি ১০% সাধারণ বিনিয়োগকারীদের হাতে। রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) হিসেবে রেকর্ড করা হয়েছিল।