বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী বছরে আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ব্যাংক অব আমেরিকার (বিওএ) গ্লোবাল রিসার্চ বিভাগ একটি প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ৪০০ ডলার হতে পারে। তবে আগামী বছর তা ক্রমেই বৃদ্ধি পেয়ে ৫ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। খবর রয়টার্স।
বিওএর প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদে স্বর্ণের দামে ওঠানামা বা কিছুটা পতন হতে পারে। কিন্তু ২০২৬ সালে তা আরও ঊর্ধ্বমুখী হতে পারে। একই সঙ্গে, যদি বিনিয়োগ চাহিদা ১৪ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে স্বর্ণের দাম সহজেই আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।
এদিকে, ৮ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা স্বর্ণের দামের ঊর্ধ্বগতি ত্বরান্বিত করছে।