বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর নয় মাসে নিট মুনাফা কমেছে ৯৫ দশমিক ৪৪ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির মূল ব্যবসা থেকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৬২ লাখ টাকা। এর আগে সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটি হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয় মিলিয়ে ৬২৮ কোটি ৫৯ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছিল। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬৭ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১৩ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ১৪ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ ও ৪০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয়সহ ইপিএস হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৫ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেনি। এর আগে ঘোষিত ১ হাজার ৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হয়েছে। ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এই লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ২ পয়সা, আগের বছরে যা ছিল ৫৮ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়ায় ৩৭১ টাকা ২৭ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৩৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের বিনিয়োগকারীদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫২ পয়সায়।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩৩ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০। এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ২০, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৭ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।