Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Oct 18, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বানিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • প্রযুক্তি
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উদ্যোক্তা সৃষ্টিতে ক্ষুদ্রঋণের ব্যাংক কেন নয়
    অর্থনীতি

    উদ্যোক্তা সৃষ্টিতে ক্ষুদ্রঋণের ব্যাংক কেন নয়

    কাজি হেলালOctober 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে ক্ষুদ্রঋণ একসময় দারিদ্র্য বিমোচনের এক অনন্য উদ্ভাবন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আশির দশকে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, প্রগতি ও অন্যান্য সংস্থা দরিদ্র মানুষের হাতে যখন ছোট অঙ্কের ঋণ পৌঁছে দিতে শুরু করে, তখন ধারণা করা হয়েছিল, এই ক্ষুদ্র মূলধনই গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে। বিশেষত নারীরা ক্ষুদ্র ব্যবসা শুরু করে আত্মনির্ভর হবে, পরিবারে স্থিতি আনবে এবং কর্মসংস্থান তৈরি করবে, এমনটাই ছিল সেই সময়ের প্রত্যাশা।

    দুই দশকেরও বেশি সময় পেরিয়ে আজ প্রায় দুই কোটিরও বেশি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ক্ষুদ্রঋণের আওতায় এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে এই বিপুল ঋণপ্রবাহ কি সত্যিই নতুন উদ্যোক্তা তৈরি করছে, নাকি কেবল জীবিকা টিকিয়ে রাখার একটি উপায় হিসেবেই কাজ করছে? বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ক্ষুদ্রঋণ দারিদ্র্য হ্রাসে কিছুটা ভূমিকা রাখলেও টেকসই উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এর সাফল্য সীমিত। অধিকাংশ ঋণগ্রহীতা প্রাপ্ত অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসা নয়, বরং দৈনন্দিন ব্যয় মেটানো, ঋণ পরিশোধ বা ছোট মুদি দোকান দিয়ে অল্প লাভের কেনাবেচায় ব্যবহার করেন। ফলে নতুন কোনো উৎপাদনমুখী উদ্যোগ বা স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয় না।

    অন্যদিকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো বা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) ঐতিহ্যবাহী ব্যাংকের মতো নয়। তারা সমাজের প্রান্তিক, সম্পদস্বল্প ও নতুন উদ্যোক্তাদের সহায়তা করে, যাদের কাছে ব্যাংকগুলো সাধারণত ঋণ দিতে অনিচ্ছুক। ব্যাংক যেখানে জামানত, পূর্বের ব্যবসায়িক ইতিহাস ও মুনাফার নিশ্চয়তা খোঁজে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সেখানে মানুষের সম্ভাবনা ও ক্ষুদ্র উদ্যোগকে প্রাধান্য দেয়। কিন্তু এই প্রক্রিয়ায় তাদের পরিচালন ব্যয় অনেক বেশি, কারণ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখা, প্রশিক্ষণ দেওয়া এবং ঋণ ঝুঁকি কমাতে সহায়তা করাই তাদের বড় চ্যালেঞ্জ।

    আজ যখন বাংলাদেশ “স্মার্ট অর্থনীতি” ও টেকসই উন্নয়নের পথে অগ্রসর, তখন উদ্যোক্তা সৃষ্টিই হতে পারে অর্থনৈতিক রূপান্তরের প্রধান চালিকা শক্তি। কিন্তু প্রশ্ন থেকেই যায় ক্ষুদ্রঋণ ব্যাংকগুলো কি সত্যিই সেই ভূমিকা পালন করছে? নাকি কাঠামোগত সীমাবদ্ধতা, ব্যবসায়িক প্রশিক্ষণের অভাব, পণ্যের বাজারে সংযোগ না থাকা এবং ঋণের চক্রে আটকে পড়া মানুষদের কারণে উদ্যোক্তা সৃষ্টির পথ আজও কঠিন হয়ে আছে?

    ক্ষুদ্রঋণ থেকে উদ্যোক্তা তৈরি কঠিন হওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ সুদের হার, ঋণের অর্থের অপব্যবহার, অপর্যাপ্ত তদারকি, জামানত না থাকা এবং প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত ঘটনার কারণে ঋণ পরিশোধে অক্ষমতা। এই কারণগুলো সম্মিলিতভাবে ঋণগ্রহীতাদের একটি ঋণের জালে আবদ্ধ করে ফেলে এবং তাদের ব্যবসা ব্যর্থতার দিকে ঠেলে দেয়। প্রায়শই দেখা যায়, ঋণগ্রহীতারা ব্যবসা থেকে অর্জিত আয় ঋণ পরিশোধে ব্যয় করতে বাধ্য হন, ফলে তাদের ব্যবসা স্থায়ীভাবে টিকতে পারে না।

    ক্ষুদ্রঋণের সুদের হার তুলনামূলকভাবে বেশি, যা ঋণগ্রহীতাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে। অনেক সময় ঋণগ্রহীতারা ঋণের টাকা ব্যবসা বা উৎপাদনশীল খাতে না লাগিয়ে ব্যক্তিগত প্রয়োজন বা ভোগে ব্যয় করেন। অপর্যাপ্ত তদারকির কারণে তারা ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ বা সহায়তা পান না। প্রান্তিক উদ্যোক্তারা, বিশেষ করে নারীরা, প্রায়ই জামানত দিতে অক্ষম থাকেন, যার ফলে তাদের ব্যবসা সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি হয়। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা পারিবারিক সংকটের মতো অপ্রত্যাশিত ঘটনাগুলো তাদের ব্যবসা পরিচালনা ব্যাহত করে এবং ঋণ পরিশোধে সমস্যা সৃষ্টি করে।

    মুদ্রাস্ফীতি, ডলারের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপও ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন করে তুলেছে। অনেক ঋণগ্রহীতা জরুরি খরচ মেটাতে ঋণ ব্যবহার করেন ব্যবসায় বিনিয়োগের পরিবর্তে। ফলে এই ঋণ অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধি না ঘটিয়ে শুধুমাত্র ভোগ বৃদ্ধি করে। বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় তাদের ব্যবসা দীর্ঘমেয়াদে টেকসই হয় না।

    অধিকাংশ ক্ষুদ্রঋণগ্রহীতার ব্যবসায়িক পরিকল্পনা, হিসাবরক্ষণ, বিপণন ইত্যাদি দক্ষতার অভাবও উদ্যোক্তা হিসেবে তাদের বিকাশে বাঁধা সৃষ্টি করে। ফলে ক্ষুদ্রঋণ তাদের প্রকৃত উদ্যোক্তা হতে সাহায্য করার পরিবর্তে অনেক সময় ঋণের জালে ফেলে দেয়। এই বাস্তবতায় দেখা যায়, উচ্চ সুদের হার, আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা ও অপ্রতুল তথ্যের কারণে ক্ষুদ্রঋণ উদ্যোক্তা সৃষ্টিতে পুরোপুরি কার্যকর নয়।

    গ্রামীণ ব্যাংক বাংলাদেশের ক্ষুদ্রঋণের ইতিহাসে এক যুগান্তকারী প্রতিষ্ঠান। এটি লাখো মানুষকে দারিদ্র্য বিমোচনে সহায়তা করেছে, বিশেষ করে নারীদের মধ্যে। তবে উচ্চ সুদের হার ও ঋণ পরিশোধের চাপ অনেক উদ্যোক্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্ষুদ্রঋণের প্রভাব সবসময় ইতিবাচক নয়; অনেক সময় এটি ঋণগ্রহীতাদের আর্থিক সংকটে ফেলে দেয়। ভারতীয় “বন্ধন ব্যাংক” একটি উদাহরণ, যেখানে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সফলভাবে ব্যাংকে রূপান্তরিত হয়েছে, তবে তা করতে প্রাতিষ্ঠানিক কাঠামোগত পরিবর্তন প্রয়োজন হয়েছে।

    ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য ব্যাংক থেকে আলাদা। তাদের লক্ষ্য লাভ নয়, বরং দারিদ্র্য বিমোচন ও আর্থিক অন্তর্ভুক্তি। ব্যাংকগুলোর জন্য জামানত, ব্যবসায়িক ইতিহাস ও ঝুঁকি ব্যবস্থাপনা অপরিহার্য, কিন্তু ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রান্তিক মানুষকে সুযোগ দেয় তাদের সম্ভাবনা অনুযায়ী উদ্যোগ শুরু করার। তারা শুধু ঋণ দেয় না, বরং আর্থিক শিক্ষা ও ব্যবসায়িক প্রশিক্ষণও প্রদান করে।

    তবে এনজিও-নির্ভর এই ক্ষুদ্রঋণ মডেল কতটা টেকসই সে প্রশ্নও এখন উঠছে। সারা বিশ্ব আজ বাংলাদেশের “ক্ষুদ্রঋণ মডেল” অনুসরণ করছে, অথচ বাংলাদেশে এখনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো মালিকানাবিহীন ও নন-প্রফিট ভিত্তিতে পরিচালিত হয়। যদি ব্যক্তিমালিকানার কাঠামো চালু করা যায়, তাহলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, পেশাদার ব্যবস্থাপনা আসবে এবং সুশাসন আরও শক্তিশালী হবে। অনেক উন্নত দেশে যেমন মাইক্রোফাইন্যান্স ব্যাংকগুলো ইনডিপেনডেন্ট বোর্ড মেম্বারের তত্ত্বাবধানে কাজ করে, তেমনি বাংলাদেশেও পেশাদার বোর্ড সদস্য অন্তর্ভুক্তি জরুরি।

    ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে উদ্যোক্তা-উন্মুখ করতে হলে কিছু সংস্কার প্রয়োজন। প্রথমত: ঋণের ধরনে বৈচিত্র্য আনতে হবে, ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি মাঝারি উদ্যোগের জন্যও বিশেষ ঋণ-লাইন রাখতে হবে। দ্বিতীয়ত: ঋণ প্রদানের সঙ্গে ব্যবসায়িক প্রশিক্ষণ, বাজার সংযোগ ও পরামর্শ সেবা একসঙ্গে প্রদান করতে হবে। তৃতীয়ত: কিস্তি পরিশোধের কাঠামো নমনীয় করতে হবে এবং ঝুঁকি মোকাবিলায় বীমা ব্যবস্থা রাখতে হবে।

    ডিজিটাল আর্থিক সেবা ও সঞ্চয় ব্যবস্থার সম্প্রসারণও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে। পাশাপাশি সরকারি নীতিগত সহায়তা, করছাড় ও প্রাইভেট ইক্যুইটি ইত্যাদিতে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা দরকার। নারী উদ্যোক্তাদের জন্য পারিবারিক সহায়তা, সম্পত্তি-অধিকার সুরক্ষা ও শিশু যত্নসুবিধা নিশ্চিত করলে তাদের অংশগ্রহণ আরও বাড়বে।

    ক্ষুদ্রঋণের আইন ও কাঠামোতেও সংস্কার প্রয়োজন। বর্তমানে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো নির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রিস্ক ও অডিট কমিটি থাকা জরুরি। এছাড়া ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর কার্যক্রম সম্প্রসারিত করে ঋণের ওভারল্যাপিং ও ঝুঁকি কমাতে হবে।

    সুদের হার বা সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক সবসময়ই ছিল। বাস্তবে দেখা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সুদে ক্ষুদ্রঋণ দেয় বাংলাদেশ। তবে ব্যাংক ও ক্ষুদ্রঋণ মডেল সম্পূর্ণ ভিন্ন। এনজিওগুলো ঋণ গ্রহিতা সদস্যদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গিয়ে যে বাড়তি ব্যয় বহন করে, তা তাদের সুদের হার তুলনামূলকভাবে বেশি হওয়ার অন্যতম কারণ। তাই সার্ভিস চার্জের সর্বোচ্চ সীমা বাজারের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত।

    আজ ক্ষুদ্রঋণ বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী বাস্তবতা। এটি কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে, নারীদের ক্ষমতায়ন করেছে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে উদ্যোক্তা তৈরিতে এর সীমাবদ্ধতা কাটাতে হলে কাঠামোগত সংস্কার, পেশাদার ব্যবস্থাপনা ও নীতিগত সমন্বয় জরুরি। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস একবার বলেছিলেন “ক্ষুদ্রঋণের সাফল্য তখনই পূর্ণতা পাবে, যখন এটি শুধু টিকে থাকার নয়, উন্নতির হাতিয়ার হবে।” সেই লক্ষ্যেই এখন এগোতে হবে, ক্ষুদ্রঋণকে প্রকৃত অর্থে উদ্যোক্তা সৃষ্টির এক শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দিতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

    October 18, 2025
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

    October 18, 2025
    অর্থনীতি

    বিপিএ’র দাবি না মানলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি খামার বন্ধ

    October 18, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.