জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সরকারি গেজেট আকারে প্রকাশের বিষয়টি গতকাল (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ বাতিল করে ২০২৩ সালে বাংলায় নতুন আয়কর আইন প্রণীত হয়। এরপর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা আইনটির ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। তারা আইনটির সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ বোঝার জন্য ইংরেজি সংস্করণ প্রয়োজনীয় মনে করছিলেন।
আগে ইংরেজি টেক্সট না থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আইন সংক্রান্ত বিষয়গুলোতে সংশয়ে থাকতেন। অনেক সময় তারা আইন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতেন। এটি বিনিয়োগ প্রক্রিয়াকে জটিল ও দ্ব্যর্থবোধক করত। এবার সরকারি গেজেটে ইংরেজি টেক্সট প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আয়কর আইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এটি করদাতাদের আস্থা বৃদ্ধি করবে এবং আইন প্রয়োগে দ্ব্যর্থবোধকতা দূর করবে। ফলে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।
এতে বিনিয়োগ পরিবেশ আরও প্রফেশনাল ও নির্ভরযোগ্য হবে। বিদেশি বিনিয়োগকারীরা সহজে আইন বুঝতে পারার ফলে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া আরও সুসংহত ও দ্রুত হবে। একই সঙ্গে দেশি করদাতারা আইন সম্পর্কে আরও স্পষ্ট ও নির্ভুল তথ্য পাবেন, যা করদাতা সচেতনতা ও নিয়মের প্রয়োগে সহায়ক হবে।