২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক, দাখিল ও কারিগরির ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এই কাজটি পেয়েছে মোট ২৯৮টি প্রতিষ্ঠান। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৬৬১ টাকা।
আজ (বুধবার) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
৬ষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ৬ষ্ঠ শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণির বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজের জন্য সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ৭৭টি। তারা ৯৮টি দরপত্রের মাধ্যমে মোট ৪ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৫৮১ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৫০ টাকা।
৭ম শ্রেণির পাঠ্যপুস্তক:
সরকার অনুমোদন দিয়েছে ৭ম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ৭ম শ্রেণি ও কারিগরি ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ৯১টি, যারা ১০০টি দরপত্রের মাধ্যমে মোট ৪ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করবে। এতে ব্যয় হবে ১৫০ কোটি ১ লাখ ৫৫ হাজার ৬১৪ টাকা।
৮ম শ্রেণির পাঠ্যপুস্তক:
এছাড়া সরকার অনুমোদন দিয়েছে ৮ম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ৮ম শ্রেণি ও কারিগরি ৮ম শ্রেণির বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ৯০টি। তারা ১০০টি দরপত্রের মাধ্যমে মোট ৪ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৯২ লাখ ১২ হাজার ৯৭ টাকা।

