বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ অক্টোবর মাসে নতুন গতি পেয়েছে। চলতি মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের একই সময় অর্থাৎ অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে এ বছর একই সময়ে আয় বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার—অর্থাৎ বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ দশমিক ১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা বৃদ্ধি, ডলারের স্থিতিশীলতা এবং বৈধ পথে অর্থ পাঠানোর ওপর সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ার কারণে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি শুধু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে না, বরং ঘরোয়া অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার করছে।

