হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার” প্রকল্পের আওতায় গত শুক্রবার থেকে হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপের কাজ শুরু হয়েছে। পেট্রোবাংলার অধীন বাপেক্স তাদের বিজয়–১১ রিগ ব্যবহার করে এই ওয়ার্কওভার পরিচালনা করছে।
পেট্রোবাংলা জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। কাজ শেষ হলে হবিগঞ্জ গ্যাসফিল্ড থেকে দৈনিক অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

