বাংলাদেশকে উদ্ভাবনভিত্তিক ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্য সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (এমওএসটি) সম্প্রতি ঢাকায় ডিজিটাল ব্রিজ পার্টনার্স (ডিবিপি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের (সিইডি) সঙ্গে একটি কৌশলগত গবেষণা অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
‘রিসার্চ টু মার্কেট’ কর্মসূচির আওতায় নেওয়া এ ত্রিপক্ষীয় সহযোগিতার মূল লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বাজারভিত্তিক প্রযুক্তিতে রূপান্তর করা। পাশাপাশি শিল্প খাতে প্রতিযোগিতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা করাও এর উদ্দেশ্য। চুক্তির মাধ্যমে প্রয়োগমূলক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্যনির্ভর উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হবে। জাতীয় অগ্রাধিকারসম্পন্ন ক্ষেত্র— যেমন জলবায়ু সহনশীলতা, শিল্প রূপান্তর এবং তথ্যনির্ভর গবেষণার ওপর ভিত্তি করে যৌথভাবে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ উদ্যোগের আওতায় অ্যাকাডেমিয়া, সরকার ও বেসরকারি খাতের মধ্যে জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে। গবেষণার ফলাফল নীতিনির্ধারণে ব্যবহারের পাশাপাশি জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ গবেষণা ও যৌথ বিনিয়োগের জন্য সম্পদ ও তহবিল সংগ্রহও এই অংশীদারত্বের অংশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ দেশের গবেষণা, উদ্ভাবন ও শিল্প প্রয়োগের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন গড়ে তুলবে। এর মাধ্যমে বাংলাদেশের বৈজ্ঞানিক অগ্রগতি জাতীয় উন্নয়ন এজেন্ডা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সরাসরি অবদান রাখতে পারবে।
চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইডি’র প্রধান আফসানা চৌধুরী এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক নাবিল চৌধুরী ও হায়দার আনোয়ারও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

