প্রতিবছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করবে। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে সংস্থাটি। উদযাপন কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, কমিটিতে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করা হয়েছে। কমিটিতে নয়জন সদস্য রয়েছেন, যারা কাস্টমস ও ভ্যাট প্রশাসনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সদস্যদের মধ্যে রয়েছেন কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য; কাস্টমস রপ্তানি, বন্ড ও আইটি; করনীতি; কাস্টমস নীতি ও আইসিটি; মূসক বাস্তবায়ন ও আইটি শুল্ক; ভ্যাট প্রশাসন, মূসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর ভ্যাট সিস্টেমকে সম্পূর্ণ অনলাইন করার পাশাপাশি জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মাঠপর্যায়ে করদাতাদের বিশেষ সেবা দেওয়া হবে। সেবা অন্তর্ভুক্ত থাকবে নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ ও চালানপত্র ইস্যু। এই সেবা সরাসরি সার্কেল, বিভাগ ও কমিশনারেট থেকে প্রদান করা হবে। জাতীয় ভ্যাট দিবস প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। ভ্যাট বিষয়ে সচেতনতা বাড়াতে ২০১১ সাল থেকে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০১৩ সাল থেকে এর সঙ্গে ভ্যাট সপ্তাহও ১০-১৫ ডিসেম্বর পালিত হয়।

