বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি অর্থবছরের অক্টোবরে ৭.৪৩ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ৩.৬৩ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি ছিল ৪.১৩ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রপ্তানি চিত্রটি কিছুটা মিশ্র। জুলাই মাসে রপ্তানি বাড়লেও আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই তিন মাসে ধারাবাহিকভাবে রপ্তানি কমেছে। ফলে সামগ্রিক চিত্রে তিন মাসের পতন দেখা গেল। তবে চার মাসের মোট হিসাব অনুযায়ী দেশের রপ্তানি সামগ্রিকভাবে বেড়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশের মোট রপ্তানি হয়েছে ১৬.১৪ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি ছিল ১৫.৭৯ বিলিয়ন ডলার। ফলে চার মাসের হিসেবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২.২২ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসের সফল রপ্তানি ও পরবর্তী তিন মাসের পতনের মিলিত প্রভাব চার মাসের মোট আয়ের ওপর ইতিবাচক হলেও নির্দিষ্ট মাসে রপ্তানি কমে যাওয়ার বিষয়টি শুল্ক ও বাজার চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এতে বোঝা যাচ্ছে, দেশের রপ্তানি খাত এখনও কিছু আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। তবে সামগ্রিক চার মাসের উন্নতি ইঙ্গিত দিচ্ছে, যে বাংলাদেশের রপ্তানি খাত ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে।

