চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ১১ কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দেশি ও বিদেশি চারটি প্রতিষ্ঠান। জুতা, চামড়া প্রক্রিয়াজাত ও তৈরি পোশাক খাতের সরঞ্জাম উৎপাদন এবং শিল্পপণ্য পরীক্ষাগার স্থাপনে এই বিনিয়োগ হবে। এতে সাড়ে সাত হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে বেপজা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর গ্রিন রোডে বেপজা কমপ্লেক্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি বিদেশি—চীন, সিঙ্গাপুর ও চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন। অন্যটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানি সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তারা পাঁচ কোটি ৫১ লাখ ডলার ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করবে। বছরে ৭০ লাখ জোড়া জুতা উৎপাদনের লক্ষ্যে গড়ে তোলা এই কারখানায় কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার ৯০০ জনের।
সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি আড়াই কোটি ডলার বিনিয়োগে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি বছরে তিন কোটি ৬০ লাখ বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে এবং পাঁচ শতাধিক কর্মসংস্থান তৈরি করবে।
চীন-সিঙ্গাপুরের যৌথ প্রতিষ্ঠান অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি দুই কোটি ডলার বিনিয়োগে একটি পরীক্ষাগার স্থাপন করবে। এটি বেপজার কারখানাগুলোর পণ্য ও কাঁচামালের মান পরীক্ষায় সেবা দেবে। এতে ৭৭০ জন স্থানীয় কর্মসংস্থান পাবেন।
বাংলাদেশি প্রতিষ্ঠান র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ এক কোটি ১২ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক শিল্পের সরঞ্জাম উৎপাদন করবে। এতে কর্মসংস্থান হবে ৪৫৭ জনের।
নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে বেপজা সর্বদা সহায়তা করবে। তিনি দ্রুত কারখানা নির্মাণ ও রপ্তানি কার্যক্রম শুরু করার আহ্বান জানান। পাশাপাশি বিনিয়োগকারীদের ইলেকট্রনিক্স খাতেও বিনিয়োগের পরামর্শ দেন।
এ সময় বেপজার সদস্য মো. আশরাফুল কবীর জানান, যশোর ও পটুয়াখালী ইপিজেড শিগগিরই বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে চালু হচ্ছে। চীনা বিনিয়োগকারীদের তিনি এসব অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

