বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। চাকরির মেয়াদ শেষ হতে এখনও ১০ মাস বাকি থাকতেই তিনি এ সিদ্ধান্ত নিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
বাণিজ্যসচিব জানান, মইনুল খান আগেই অনানুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া তাঁর পদত্যাগপত্রে ৩০ অক্টোবর তারিখ উল্লেখ রয়েছে। আবেদনপত্রের একটি কপি বাণিজ্য মন্ত্রণালয়েও আছে।
মইনুল খান বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ২০ অক্টোবরের জারি করা সরকারি আদেশ অনুযায়ী তিনি ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ২০ দিনের ছুটিতে রয়েছেন।
প্রথম আলোর পক্ষ থেকে গতকাল বিকেলে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বার্তা দেখা সত্ত্বেও তিনি কোনো উত্তর দেননি।
বিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, অফিসের গ্রুপে মইনুল খান সহকর্মীদের কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, তিনি সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাচ্ছেন। সেখানে তিনি প্রায় ৩২ বছরের সরকারি চাকরিজীবনের কথা উল্লেখ করে বলেন, সব সময় পেশাদারিত্ব বজায় রেখে নিজের যোগ্যতায় সরকারের জন্য ‘ভ্যালু’ সংযোজনের চেষ্টা করেছেন।
নিজেকে ‘একাডেমিক ঘরানার ক্ষুদ্র ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, গবেষণা ও পাঠদান তাঁর নেশা। এখন সেই জীবনকেই তিনি বেছে নিয়েছেন, যেখানে বয়সের কোনো সীমা নেই।

