এত দিন ধরে স্পটিফাই মানেই ছিল গান শোনা, পডকাস্ট শোনা—অডিওভিত্তিক এক জগৎ। এবার সেই পরিচিতি বদলে দিতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। প্রথমবারের মতো মিউজিক ভিডিও যুক্ত করে স্পটিফাই আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে ভিডিও স্ট্রিমিং দুনিয়ায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রিমিয়াম ব্যবহারকারীরা এই নতুন সুবিধা উপভোগ করতে পারবেন—জানিয়েছে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।
সুইডেনভিত্তিক এই অডিও স্ট্রিমিং জায়ান্টের জন্য এটি নিঃসন্দেহে বড় পরিবর্তন। এতদিন তাদের ভিডিও কনটেন্ট বলতে ছিল মূলত ভিডিও পডকাস্ট। নতুন ফিচার যুক্ত হওয়ায় এবার তারা সরাসরি ইউটিউবের মতো প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে টেক্কা দিতে চাইছে—এমন ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
স্পটিফাইয়ের মুখপাত্রের ভাষায়, ইতোমধ্যে ৩৯ কোটির বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে ভিডিও পডকাস্ট দেখেছেন। বিভিন্ন বাজারে তারা আগে থেকেই প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য মিউজিক ভিডিও চালুর কথা জানিয়েছিল। এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ফিচারটি চালু হচ্ছে, যা পরে অন্য দেশেও চালু হতে পারে।
এর মানে হলো—বাংলাদেশেও এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের প্রিমিয়াম নিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা চাইলে গান শোনার সময় অডিও এবং ভিডিও মোডের মধ্যে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারবেন—এক ক্লিকেই।
প্রায় দুই দশক ধরে মিউজিক ভিডিওর ক্ষেত্রে ইউটিউবই ছিল প্রধান প্ল্যাটফর্ম। স্পটিফাইয়ের এই নতুন উদ্যোগ সরাসরি সেই বাজারেই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে। ফলে ব্যবহারকারীদের জন্য গানের পাশাপাশি ভিডিও দেখার আরও একটি বিকল্প বিনোদনের সুযোগ তৈরি হচ্ছে।

