চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জার্মান কনটেইনার শিপিং প্রতিষ্ঠান হাপাগ-লয়েডের নিট মুনাফা ৫০ শতাংশ কমে ৮৪ কোটি ৬০ লাখ ইউরো বা ৯৮ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী কনটেইনার শিপিং বাজারের অস্থিরতা ও খরচ বৃদ্ধির কারণে কোম্পানিটি এবার পূর্ণ বছরের আয়ের পূর্বাভাসও কমিয়েছে।
হাপাগ-লয়েড চলতি বছরের জন্য সুদ ও কর-পূর্ব আয়ের (ইবিআইটি) পূর্বাভাস কমিয়ে ১০০ কোটি ইউরো পর্যন্ত প্রাক্কলন করেছে। এর আগে আগস্টে সর্বোচ্চ পূর্বাভাস ছিল ১১০ কোটি ইউরো। পাশাপাশি কোম্পানিটি ২০৪৫ সালের মধ্যে জলবায়ু নিরপেক্ষ শিপিং কার্যক্রম নিশ্চিত করতে নতুন ২২টি ছোট জাহাজ কেনার ঘোষণা দিয়েছে।
কনটেইনার শিপিং কোম্পানিটির প্রধান নির্বাহী রলফ হ্যাবেন জনসেন বলেন, “হাপাগ-লয়েড বিশ্ব বাণিজ্যের পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেবে এবং খরচে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখবে।” তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বী মায়েরস্কের সঙ্গে নতুন অংশীদারিত্বের কারণে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই কিছুটা খরচ কমাতে পেরেছে। তবে লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি এবং মার্কিন বাণিজ্যনীতিতে বারবার পরিবর্তনের কারণে শিপিং খাত প্রভাবিত হচ্ছে। ফলে পণ্য পরিবহনের চাহিদা স্থির নয় এবং ভাড়া ওঠানামা করছে।
হাপাগ-লয়েড জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ইবিআইটি ৫৫ শতাংশ কমে ৮০ কোটি ৯০ লাখ ইউরো হয়েছে। খরচ বৃদ্ধির কারণে সুদ ও কর পরিশোধ-পূর্ব আয় এই হ্রাসের মূল কারণ। প্রতি টিইইউতে (২০ ফুট সমতুল্য কনটেইনার ইউনিট) গড় ভাড়া ৪.৮ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ ডলার হয়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী মায়েরস্ক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল দেখিয়েছে। তবে কোম্পানিটি চলতি প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভাড়া বা ফ্রেইট রেট কমার আশঙ্কা নিয়েও সতর্ক করেছে।

