সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ পুনঃখনন (ওয়ার্কওভার) কার্যক্রম সফলভাবে শেষ হওয়ায় নতুন করে গ্যাসের মজুত পাওয়া গেছে। পেট্রোবাংলার সূত্রে জানা গেছে, এই কূপ থেকে প্রতিদিন প্রায় পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সরাসরি জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। আশা করা হচ্ছে, পরবর্তী দুই-তিন দিনের মধ্যে এই নতুন গ্যাস গ্রিডে যুক্ত হবে।
পেট্রোবাংলা জানিয়েছে, কৈলাশটিলা-১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ চলতি বছরের ১২ আগস্ট শুরু হয় বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২-এর মাধ্যমে। বন্ধ থাকা কূপটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় ও জাতীয়ভাবে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য সুবিধা আসবে।
সিলেট গ্যাসক্ষেত্রে বর্তমানে মোট ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। এর মধ্যে ৭টি কূপের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এবং সবগুলোতেই নতুন করে গ্যাসের মজুত পাওয়া গেছে। কৈলাশটিলার ১ নম্বর কূপে প্রথম গ্যাস পাওয়া যায় ১৯৬১ সালে, এবং ২০১৯ সাল পর্যন্ত এটি থেকে গ্যাস উত্তোলন চলেছিল। পরে কূপটি বন্ধ হয়ে যায়। এবার পুরোনো কূপটি নতুন করে ওয়ার্কওভার করে আবার গ্যাস পাওয়া সম্ভব হয়েছে।
বর্তমানে কৈলাশটিলার ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে প্রতিদিন ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই নতুন সংযোজনের মাধ্যমে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য সহায়তা হবে।

