দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই বিশ্বে প্রথমবারের মতো পাঁচ হাজার জাহাজ সরবরাহের মাইলফলক স্পর্শ করলো। গত সপ্তাহে কোম্পানিটি এ বৈশ্বিক রেকর্ড উদযাপন করেছে। আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে এটি কোম্পানির নেতৃত্বস্থানীয় অবস্থান আরও দৃঢ় করে।
এই মাইলফলক জাহাজটির নাম ডিয়েগো সিলাং। এটি ফিলিপাইন নেভির জন্য উলসান শিপইয়ার্ডে নির্মিত একটি আধুনিক পেট্রোল ফ্রিগেট। ৫০ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে এই শিপইয়ার্ড। ডিয়েগো সিলাং এ শিপইয়ার্ডের মাইলফলকের অংশ হলো। ফ্রিগেটটি গত মাসে ফিলিপাইন নেভির হাতে হস্তান্তর করা হয়েছে। এ জাহাজসহ ফিলিপাইন নৌবাহিনী এইচডি হুন্দাই থেকে মোট ১০টি নৌযান কিনেছে। উলসান শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে এইচডি হুন্দাইয়ের চেয়ারম্যান চুং কি-সুন বলেন, “পাঁচ হাজার জাহাজের মাইলফলক কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পের গৌরব ও চ্যালেঞ্জপূর্ণ ইতিহাসকে তুলে ধরে।”
২০১৭ সালে হুন্দাই গ্রুপ থেকে আলাদা হয় এইচডি হুন্দাই। তবে কোম্পানিটি ১৯৭৪ সাল থেকে জাহাজ নির্মাণে অবদান রাখছে। সেই বছর উলসান শিপইয়ার্ডে তৈরি হয় প্রথম জাহাজ আটলান্টিক ব্যারন, যা ২ লাখ ৬০ হাজার টন ধারণক্ষমতার আল্ট্রালার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার ছিল। বর্তমানে এইচডি হুন্দাইয়ের অধীনে তিনটি শিপইয়ার্ড আছে। এই শিপইয়ার্ড থেকে ৬৮টি দেশের ৭০০ ক্রেতার কাছে মোট পাঁচ হাজার জাহাজ হস্তান্তরিত হয়েছে। কোম্পানির দাবি, এমন মাইলফলক এখনো ইউরোপীয় কোনো দেশ বা জাপানও অর্জন করতে পারেনি, যদিও তাদের জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাস অনেক দীর্ঘ।
গ্রুপটি এখন জাহাজ নির্মাণ পোর্টফোলিও সম্প্রসারণে বড় আন্তর্জাতিক নৌযান ও সাবমেরিন প্রকল্পে নজর দিচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পরিবেশবান্ধব জাহাজ প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো হচ্ছে। চুং কি-সুন বলেন, “উদ্ভাবনের এই যৌথ ঐতিহ্যের ওপর ভিত্তি করে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাব।”

