ঢাকায় গতকাল শনিবার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘ইনস্পায়ার্ড বাই ফিউচার’ শিরোনামের অনুষ্ঠানে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এটি সপ্তমবারের মতো আয়োজন করা হয়েছে। ব্যাংকিং, পেমেন্টস ও ফিনটেক খাতের প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।
এ বছর ১৯টি ক্যাটেগরিতে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৩৩টি পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারগুলো দেওয়া হয় ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট (ডমেস্টিক ও ক্রস বর্ডার), ক্রেডিট (ডমেস্টিক ও ক্রস বর্ডার), প্রি-পেইড (ডমেস্টিক ও ক্রস বর্ডার), পিওএস ও অনলাইন অ্যাকোয়ারিং, অ্যাফ্লুয়েন্ট, লোকেশন-বেসড অ্যাকোয়ারিং, কো-ব্র্যান্ডস, ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন অ্যাকসেপ্ট্যান্স, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইমার্জিং বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যুয়িং) ক্ষেত্রে।
পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক, ইস্টার্ন, সিটি, এমটিবি, ডাচ্-বাংলা, পূবালী, সাউথইস্ট, ইসলামী, আল-আরাফাহ্ ইসলামী, ইউসিবি, মার্কেন্টাইল এবং এবি ব্যাংক। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আছে বিকাশ, পাঠাও, এসিআই লজিস্টিকস ও এসএসএল কমার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিম। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, কূটনীতিক ও বড় মার্চেন্ট কোম্পানির প্রতিনিধিরাও এতে অংশ নেন।
মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সামনে অনেক সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। ব্যাংক, ফিনটেক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সমগ্র ইকোসিস্টেমে অংশীদারিত্ব ও উদ্ভাবনের সমন্বয় ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করবে। মাস্টারকার্ডে আমরা গ্লোবাল অভিজ্ঞতা ও স্থানীয় চাহিদা কাজে লাগিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ সেইসব পথপ্রদর্শক ও অংশীদারদের সম্মান জানায়, যারা এই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছেন।”
২০১৯ সালে যাত্রা শুরু করা মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এখন দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ বছরের থিম সহযোগিতা, প্রযুক্তি ও অগ্রচিন্তার মাধ্যমে শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে। এটি আগামী দিনের নতুন সুযোগ সৃষ্টির ভিত্তি স্থাপন করবে।

