রাষ্ট্রায়ত্ত চার জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি—চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা করেছে। কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, নিট মুনাফা বৃদ্ধির হার যথাক্রমে পদ্মা অয়েলে ২৬.৫৮ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামে ১২.২৪ শতাংশ, যমুনা অয়েলে ১৯ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসে ১৮১.১৫ শতাংশ।
পদ্মা অয়েল: চলতি প্রান্তিকে পদ্মা অয়েলের গ্রস আয় ৮৯ কোটি ২ লাখ টাকা, যা আগের বছরের ৭৬ কোটি ২৬ লাখ টাকার তুলনায় বেড়েছে। কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৭ কোটি ৫২ লাখ টাকা, আগের বছরের ১২৪ কোটি ৪৪ লাখ টাকার পরিবর্তে। নিট মুনাফা বেড়েছে ২৬.৫৮ শতাংশ। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৪ পয়সা, আগের বছরের ১২ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৯০ টাকা ৮৯ পয়সায়। ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। চলতি হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৫৭ টাকা ৩০ পয়সা, আগের বছরের ৪১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএনভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৮৬ পয়সায়।
মেঘনা পেট্রোলিয়াম: চলতি প্রান্তিকে গ্রস আয় হয়েছে ৬১ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের বছরের ৬৭ কোটি ১৫ লাখ টাকার তুলনায় কিছুটা কম। তবে কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে ১৫৪ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে, আগের বছরের ১৩৭ কোটি ৭৩ লাখ টাকার পরিবর্তে। নিট মুনাফা বৃদ্ধি ১২.২৪ শতাংশ। শেয়ারপ্রতি আয় ১৪ টাকা ২৯ পয়সা, আগের বছরের ১২ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস ২৯২ টাকা ৭৯ পয়সায়। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। চলতি বছরে ইপিএস হয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের বছরের ৫০ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সায়।
যমুনা অয়েল: চলতি প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা ১৪৭ কোটি ৬৭ লাখ টাকা, আগের বছরের ১২৪ কোটি ৯ লাখ টাকার তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। শেয়ারপ্রতি আয় ১৩ টাকা ৩৭ পয়সা, আগের বছরের ১১ টাকা ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস ২৮৯ টাকা ৩০ পয়সা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটি ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। চলতি বছরে ইপিএস হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা, আগের বছরের ৪০ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩ পয়সা।
ইস্টার্ন লুব্রিক্যান্টস: চলতি প্রান্তিকে আয় ২৪ কোটি ৭৯ লাখ টাকা, আগের বছরের ৩ কোটি ২৬ লাখ টাকার তুলনায় ব্যাপক বৃদ্ধি। কর-পরবর্তী নিট মুনাফা ২ কোটি ৪৯ লাখ টাকা, আগের বছরের ৮৮ লাখ টাকার পরিবর্তে। নিট মুনাফা বেড়েছে ১৮১.১৫ শতাংশ। শেয়ারপ্রতি আয় ১৫ টাকা ৬৮ পয়সা, আগের বছরের ৫ টাকা ৫৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৫ টাকা ৩ পয়সা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটি ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। চলতি বছরে ইপিএস হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের বছরের ২২ টাকা ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সা।

