রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আজ (শনিবার) সকাল ১০টায় শুরু হয়েছে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’। দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন নীতি-নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা।
দৈনিক বণিক বার্তা ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে এ সম্মেলন আয়োজন করে আসছে। চতুর্থবারের মতো আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’। দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ অধিবেশনের বিষয় ছিল ‘ব্যবসা বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি’। আলোচক হিসেবে অংশ নেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিএসএমএ’র সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।
অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয়, তৃতীয় ও সমাপনী অধিবেশনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল বক্তা হিসেবে থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনের বিষয় ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’। তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মূল বক্তা হিসেবে অংশ নেবেন সাবেক সিনিয়র সচিব মো. শফিউল্লাহ। এ অধিবেশনের বিষয় ‘অর্থনীতিতে ন্যায্যতা’।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সম্মানীত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ অধিবেশনের বিষয় ‘অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা’। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, ব্যাংক চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অর্থনীতিবিদরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরবেন।

