ডিসেম্বরের প্রথম ছয় দিনেই দেশমুখী রেমিট্যান্সে চাঙা ভাব দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ১–৬ ডিসেম্বরের মধ্যে দেশে এসেছে মোট ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। হিসাব করলে দেখা যায়, প্রতিদিনই গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৫৪ লাখ ডলার—যা বছরের শেষ মাসের শুরুতেই একটি শক্তিশালী সূচক।
রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আসা রেমিট্যান্সের বড় অংশই এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
এর মধ্যে—
- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক পেয়েছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার,
- বিশেষায়িত ব্যাংক পেয়েছে ৮ কোটি ১৭ লাখ ডলার,
- বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে সবচেয়ে বেশি—৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার,
- আর বিদেশি মালিকানাধীন ব্যাংক এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।
রেমিট্যান্স প্রবাহের সাম্প্রতিক চিত্রও আশাব্যঞ্জক। গত নভেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতেও যথাক্রমে এসেছে—
- ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার,
- ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার,
- ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার,
- এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো—২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রবাসী আয়ের মাইলফলক।
মাসের শুরুতেই রেমিট্যান্সের এই গতি বাজার ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য ইতিবাচক বার্তা বহন করছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

