ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করছে। সোমবার রাত সাড়ে ৮টার হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই নিবন্ধনের সংখ্যা চার লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
রাত ৯টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট চার লাখ ২০ হাজার ৪৮০ প্রবাসী ভোটার, যার মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৯৪ হাজার ৪০৭ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৪৮৫ জন। নিবন্ধিতদের মধ্যে ছয় হাজার ৫৯০ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ৪ লাখ ১৩ হাজার ৯৯৭ জনের নিবন্ধন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে।
এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। এই ব্যবস্থায় ভোট দিতে পারবে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। ভোটারদের জন্য নিবন্ধন শুরু হয়েছিল ১৯ নভেম্বর, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধন সম্পন্ন প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালট পূরণ করে ফেরত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিগত পোস্টাল ব্যালট প্রয়োগের সময় যেসব সমস্যার মুখোমুখি হয়, তা কাটিয়ে উঠতেই এবার আইটি-সাপোর্টেড ব্যবস্থা চালু করা হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। কমিশনের লক্ষ্য, প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা।

