এ বছর প্রথমবারের মতো সব করদাতাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। নতুন নিয়মে অনেক করদাতা বিপাকে পড়েছেন। বিশেষ করে বয়স্ক ও প্রযুক্তিতে কম অভিজ্ঞরা সমস্যায় রয়েছেন।
উত্তরার ব্যবসায়ী মকবুল হাসান ৬০ বছর বয়সী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রতিবছর কর কার্যালয়ে গিয়ে রিটার্ন দিতাম। এবার অনলাইনে দিতে হবে। কিন্তু আমি জানি না কীভাবে দিব।’ তিনি বলেন, পরিবারের নবীন সদস্যরা প্রযুক্তি জানলেও পুরো বিষয়টি বোঝা সহজ নয়। তাই বয়স্ক করদাতাদের জন্য ছাড় দেওয়া উচিত। মকবুল হাসানের মতো শত শত করদাতা বর্তমানে বিপাকে রয়েছেন। বিশেষ করে জেলা-উপজেলার ও বয়স্ক করদাতারা সমস্যায় পড়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে রিটার্ন জমায় সহায়তার জন্য প্রতিটি কর অঞ্চলে সহায়তা বুথ চালু করেছে। আজ সকালে সেগুনবাগিচার কর অঞ্চল-১১ সহ অন্যান্য কার্যালয় পরিদর্শন করলে দেখা গেছে, বুথগুলো থাকলেও করদাতা উপস্থিত নেই। আবার কিছু বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মীও ছিলেন না।
বেলা ১১টার দিকে সেগুনবাগিচার কর অঞ্চল-১১ ই-রিটার্ন বুথে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পাশের বুথের একজন কর্মী জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছুটিতে রয়েছেন। ওই অঞ্চলের অন্যান্য বুথেও কোনো সেবাপ্রার্থী দেখা যায়নি। বুথে গিয়ে করদাতারা অনলাইনে রিটার্ন দেওয়ার জন্য সহায়তা পাবেন। এ জন্য আয়ের প্রমাণপত্র, ছবি, কর শনাক্তকরণ নম্বরের ফটোকপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তবে করদাতার একটি মোবাইল নম্বর থাকতে হবে যা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত। তা না থাকলে অনলাইনে রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে না।
কিভাবে রিটার্ন জমা দেবেন:
সব করদাতাকে ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে রিটার্ন জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে রিটার্ন জমার ক্ষেত্রে পাঁচ ধরনের করদাতাকে ছাড় দিয়েছে। তারা হলেন:
- ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা
- শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
- বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
- মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
- বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
তারা চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। অন্য সকল করদাতার জন্য এটি বাধ্যতামূলক। করদাতারা ঘরে বসে ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপ ব্যবহার করে কর পরিশোধ করতে পারবেন। সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের রসিদ ও আয়কর সনদ প্রিন্ট করা যাবে।

