চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনেই দেশে উল্লেখযোগ্য অঙ্কের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময় দেশে রেমিট্যান্স এসেছে মোট ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর মাসে প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১ হাজার ৩২৫ কোটি টাকা রেমিট্যান্স। অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রবাহ সাম্প্রতিক মাসগুলোর ধারাবাহিকতাই ধরে রেখেছে।
ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি মাসের ২০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ১৩ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তুলনামূলকভাবে কম, মাত্র ৪২ লাখ ডলার।
এর আগে নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল আরও বেশি। ওই মাসে মোট এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা। অক্টোবর মাসে রেমিট্যান্স ছিল ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার। সেপ্টেম্বর মাসে আসে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।
এ ছাড়া আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় মোটামুটি স্থিতিশীল ধারা বজায় রেখেছে।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আগ্রহ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এই প্রবাহ ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখছে। বছরের শেষ মাসে এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি আসতে পারে।

