নোকিয়া মোবাইল একটি আন্তর্জাতিক মানে ব্র্যান্ড। বিশ্বের নামি-দামি মোবাইল কোম্পানির মধ্যে একটি হলো নোকিয়া। একটি সময় দক্ষিণপশ্চিম এশিয়া জুড়ে প্রায় সবার হাতেই দেখা যেত নোকিয়া ব্র্যান্ডের মোবাইল। যদি দুর্দান্ত এ ব্র্যান্ডের স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, তাহলে এই মোবাইলে ১ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এই জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া যে সবসময় গ্রাহকদের সারপ্রাইজ দিতে ভালোবাসে, তা বারবার প্রমাণিত।
গত কয়দিন আগে নোকিয়া কোম্পানি এক বিবৃতিতে জানায় যে, বাজারের সবচেয়ে ছোট স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে তারা। ফোনটি লঞ্চ করার সমস্ত পরিকল্পনা হয়ে গেছে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
সম্প্রতি ফোনটির ছবি পাওয়া যাচ্ছে সোশ্যাল মাধ্যম গুলোতে। যেটি স্মার্টফোন পছন্দকারীদের কাছে বেশ আলোচনায় উঠে এসেছে। ফোনটি সর্বপ্রথম এশিয়ার দক্ষিণপশ্চিম অঞ্চলে লঞ্চ করা হবে। ভারতের বাজারে আসতে চলা নতুন এই মুঠোফোনের অবিশ্বাস্য ফির্চাস থাকবে-
খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ হতে চলা দুর্দান্ত স্মার্টফোনের ডিসপ্লে হবে 2.1 ইঞ্চির LCD ডিসপ্লে । যেটি মুলত 176×208 পিক্সেল রেজুলেশন সম্পূর্ণ করবে। আকর্ষণীয় মোবাইলটির অপারেটিং সিস্টেম বলতে, আপনি এতে নোকিয়ার সর্বশেষ অপারেটিং সিস্টেম দেখতে পাবে এবং এই স্মার্টফোনে 8MB ফোন স্টোরেজও থাকবে। নোকিয়া ব্র্যান্ডের আকর্ষণীয় এ ফোনের দাম হবে মাত্র 4,499 টাকা। যদিও আকর্ষণীয় স্মার্টফোনটির 1 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এছাড়াও কোম্পানির পক্ষ হতে 3GP MP4 এবং MP3 অডিও প্লে করে রোমান্টিক গানও শোনা যাবে! ভারতের মার্কেটে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনে 900mAh শক্তিশালী ব্যাটারি ব্যাক-আপ থাকবে।