এশিয়া কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও এখনো সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা হয়নি, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরই সঙ্গে সিলেটেই হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প।
তিনি বলেন, ‘আগামী ৬ আগস্ট ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই তখন একত্র হবে, শুরুতে ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচরা এসে পৌঁছাবেন এবং তাদের উপস্থিতিতে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর পুরো ক্যাম্প সরিয়ে নেওয়া হবে সিলেটে, আর সেখানেই অনুষ্ঠিত হবে সিরিজ।’
সিরিজ ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নেওয়ার পেছনে বিসিবির একটা কৌশলগত চিন্তা আছে। ফাহিম বলেন, ‘আমরা আবুধাবির মতো উইকেট তৈরি করতে পারি না, তবে দেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই। টি-টোয়েন্টি ক্রিকেটে রানবান্ধব উইকেট খুব জরুরি, সেটা সিলেট দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম। উইকেট দেখে মনে হয়েছে, ভালো ব্যাটিং ট্র্যাক তৈরি করা সম্ভব। আমরা চাই এমন পিচ যেখানে ১৭০-১৮০ রান সাধারণভাবে করা যায়, এমনকি সুযোগ থাকলে ২০০ রানও করা সম্ভব হয়।’
উল্লেখ্য, আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। তার আগে ব্যাটিং দক্ষতা ঝালিয়ে নেওয়ার পাশাপাশি উপমহাদেশীয় কন্ডিশনে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্যই এই সিরিজ আয়োজন করছে বিসিবি।
সুতরাং ডাচদের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত এই হোম সিরিজ কেবল প্রস্তুতিরই অংশ নয়, টাইগারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও একটি বড় সুযোগ। রানবান্ধব উইকেট, পরিচিত কন্ডিশন আর টিম কম্বিনেশন গুছিয়ে নেওয়ার এই সিরিজ হতে পারে এশিয়া কাপ অভিযানের মঞ্চ প্রস্তুত করার আদর্শ সুযোগ।