আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘রিটায়ার্ড আউট’ হলেন তিনি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে, যুক্তরাষ্ট্রের লওডারহিলে।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে নামেন চেজ। তার আগেই আউট হয়ে যান অ্যালিক অ্যাথানেজ। তখন ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র ৭ ওভারে ৮০ রান। কিন্তু মাঠে নামার পর সময়ের সঙ্গে তাল মেলাতে পারেননি চেজ। ১২ বলে করেন মাত্র ১৫ রান। এরপরই হঠাৎ সিদ্ধান্ত নেন মাঠ ছেড়ে দেওয়ার। অর্থাৎ, নিজ ইচ্ছায় ‘রিটায়ার্ড আউট’ হয়ে যান তিনি।
চেজ যখন মাঠ ছাড়েন, তখন ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ১৮ বলে ৪১ রান। পরে সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় দলটি। হেরে যায় ১৩ রানে। এর ফলে হাতছাড়া হয় সিরিজটিও। চেজ হয়তো সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি করে ফেলেছিলেন, এমনটাই ধারণা অনেক ক্রিকেট বিশ্লেষকের।
আন্তর্জাতিক ম্যাচে প্রথম হলেও, রিটায়ার্ড আউট হওয়ার অভিজ্ঞতা চেজের কাছে নতুন নয়। আগেও একবার তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে একটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচে খেলতে গিয়ে একইভাবে মাঠ ছেড়েছিলেন তিনি।
এই ঘটনার মাধ্যমে ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন রোস্টন চেজ। মাঠে তার এমন সিদ্ধান্ত কৌশলগত না ব্যর্থতা—এ নিয়ে বিতর্ক চলছেই।

