এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। তবে ইতোমধ্যেই দল নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের নির্বাচকরা ১৯ আগস্ট মুম্বাইয়ে এশিয়া কাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঠিক করবেন।
তবে স্কোয়াডে জায়গা পাওয়া যে সহজ হবে না, তা নিশ্চিত। তারকা ব্যাটার শুবমান গিল এবং পেসার মোহাম্মদ সিরাজের জন্য খেলা কঠিন হতে পারে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে গিল দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন, তবুও টি-টোয়েন্টি ফরম্যাটে ইনিংস শুরু করার দায়িত্ব আপাতত অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসনের কাঁধে। ধারণা করা হচ্ছে ওপেনিংয়ে শুবমান গিলের চেয়ে এগিয়ে থাকবেন যশস্বী জয়সওয়াল।
অন্যদিকে তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং রিংকু সিংহ দলে থাকতে পারেন। অলরাউন্ডার হিসেবে শিবম দুবে অথবা ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে দেখা যেতে পারে, যদিও আইপিএলে ভালো ফর্ম থাকা সত্ত্বেও শ্রেয়াস আইয়ার বাদ পড়তে পারেন।
বোলিং বিভাগে চমক হতে পারে মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত বোলিং করেও তিনি এশিয়া কাপ স্কোয়াডে না থাকতে পারেন। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। এছাড়া স্কোয়াডে থাকতে পারেন আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা বা হর্ষিত রানা। পাশাপাশি থাকবে হার্দিক পান্ডিয়া।
ভারতীয় দলে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন সম্ভব, তাই ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ১৯ আগস্টের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।