বাংলাদেশ ক্রিকেটে তিন দশকের বেশি সময় ধরে জড়িত মাহবুব আনাম। খেলোয়াড়ি জীবন শেষ করার পর থেকেই তিনি বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।
তবে আসন্ন বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন—এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটছেন না তিনি। বুধবার (২০ আগস্ট) রাতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহবুব আনাম স্পষ্ট করে জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন না।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, “অনেক দিন ধরেই বিষয়টি ভেবেছি। বাংলাদেশের ক্রিকেট যেদিকে এগোচ্ছে, সেখানে আমি নিজেকে উপযুক্ত মনে করি না। আমি শান্তিপূর্ণ ও ঝামেলাহীন জীবন কাটাতে চাই।”
তার এই ঘোষণার পর বোর্ডের কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিস্ময় প্রকাশ করেছেন। দুইজন পরিচালক জানিয়েছেন, তারা আগে এ বিষয়ে কিছুই জানতেন না, তাই মন্তব্য করতেও অনিচ্ছুক।
ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে যেসব নেতিবাচক প্রচারণা চলছে, সেগুলোই মূলত তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে।