নিগার সুলতানা জ্যোতিদের নেতৃত্বে বাংলাদেশের নারী লাল দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। শুরুতে আত্মবিশ্বাসী ব্যাটিং করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় নারী দল জয়ের স্বাদ নিতে পারেনি। এই হারের মধ্য দিয়ে নারীদের ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে অনূর্ধ্ব-১৫ দল। ৬৩ বলে সর্বোচ্চ ৪৬ রান করেছেন বায়োজিদ। এছাড়া ৮১ বলে ৪৫ রান এসেছে আলিফের ব্যাট থেকে। ফাহিম ৬৫ বলে ২০ রান করে দলের মোটে অবদান রেখেছেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শারমিন ও তানজিম পাওয়ার প্লেতে মিলে ৩২ রান সংগ্রহ করেন। ইনিংসের ১৬তম ওভারে আফ্রিদি তাদের জুটি ভেঙে দেন। শারমিন ৫৪ বলে ২০ রান করেন, আর তানজিম ৪১ বলে ১৬ রান করে আউট হন পরের ওভারে।
এরপর পুরো নারীদের ইনিংস যেন ধসে পড়ে। তিন নম্বরে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতিও দলের জন্য বড় কোনো অবদান রাখতে পারেননি। নিয়মিত উইকেট পতনের কারণে নারী লাল দল ৯৪ রানে গুটিয়ে যায়। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি উইকেট নেন আদিব, দুইটি করে উইকেট পান আলিফ ও জাহিন।
হারের এই ব্যবধান নারী দলের ব্যাটিং সমস্যাকে আরও গভীরভাবে সামনে এনেছে, যা আগামী ম্যাচে সমাধান করতে হবে।