উইমেন্স চ্যালেঞ্জ কাপের এক আকস্মিক ম্যাচে নারী লাল দল অ-১৫ ছেলেদের বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায়। দশজন ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি, আর ওপেনিং থেকে শুরু করে দলটি বড় কোনো ইনিংস গড়তে পারেনি।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ব্যাট করতে নেমে লাল দল প্রথমে খুইয়ে বসে তানজিমকে। এরপরও সুলতানার সর্বোচ্চ ১৮ রানের ইনিংস কিছুটা হলেও পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল। কিন্তু তার বিদায়ের পরই দলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দলের ওপরের ১০ ব্যাটারের রান দেখে বোঝাই যেত, বড় কোনো স্কোর আশা করা সম্ভব নয়।
ছেলেদের বোলাররা একযোগে তীব্র ধ্বংসযজ্ঞ চালান। আদিব ও সুলাইমান দুজনই সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন, অমিত নিয়েছেন ২টি, আর মাহিন এক উইকেট নিয়েছেন।
উল্লেখযোগ্য, আগের ম্যাচে নারী লাল দল ৯২ রানে অলআউট হয়েছিল, কিন্তু সেটি কিছুটা বড় স্কোর হলেও আজ তা আর করা সম্ভব হয়নি।
এই ফলাফলের সঙ্গে দেখা যায়, ছেলেদের বোলিং আক্রমণ একদিকে যেমন শক্তিশালী, তেমনি লাল দলের ব্যাটিং বিভাগকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।