আসন্ন নেদারল্যান্ডস সফরের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। সেই প্রস্তুতির অংশ হিসেবেই সিলেটে দুই দলে ভাগ হয়ে মুখোমুখি হয়েছে তারা। সোমবারের এই প্রস্তুতি ম্যাচে লাল দলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বিসিবি সবুজ দল। ২০ ওভারের লড়াইয়ে সবুজ দল জিতেছে এক বড় ব্যবধানে—৬৭ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে বিসিবি সবুজ দল তোলে পাহাড়সম রান। নির্ধারিত ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০৩। জবাবে লিটন দাসের নেতৃত্বাধীন লাল দল ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি। একের পর এক ব্যাটার দ্রুত ফিরে গেলে ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
শুরু থেকেই সবুজ দলের ইনিংসে আগুন ঝরান শান্ত ও সৌম্য। ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের ভিত গড়ে দেন তারা। শান্ত বেশিক্ষণ টিকতে না পারলেও ১২ বলে ২১ রানের ঝলক দেখিয়ে যান। অপরপ্রান্তে সৌম্য খেলেন আরও বড় ইনিংস। ২৯ বলে ৪১ রান করে আউট হওয়ার আগে তিনি মারেন দুই ছক্কা আর তিন বাউন্ডারি।
তিন নম্বরে নেমে জ্বলে ওঠেন তরুণ মাহফিজুল। সৌম্যের সঙ্গে তার জুটি গড়ে তোলে ৮২ রান। সাতটি চার আর একটি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৪ রান করে থামেন তিনি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন জাকের আলি। মাত্র ২৩ বলে তিনটি ছক্কায় সাজানো অপরাজিত ৩৫ রান এনে দলের রান পাহাড় টপকানোর মতো অবস্থানে নিয়ে যান তিনি।
তবে এত রান তাড়া করার মতো শক্তি লাল দলের ব্যাটিংয়ে দেখা যায়নি। ওপেনার পারভেজ ইমন বা তানজিদ হাসান তামিম কেউই ইনিংস বড় করতে পারেননি। মধ্য ও নিচের সারিতেও ছিল ধস নামার মতো চিত্র। ফলে লিটনের দল থামে মাত্র ১৩৬ রানে, আর সবুজ দল তুলে নেয় সহজ এক বড় জয়।