অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে ব্যবহৃত এক অনন্য ক্যাপ কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়াম। দাম পড়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে ব্র্যাডম্যান ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া জয় পায় ৩-০ ব্যবধানে, বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।
ক্যাপটি সংগ্রহে আনতে অর্থের একটি বড় অংশ দিয়েছে দেশটির ফেডারেল সরকার। এ নিয়ে শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন,
“ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। তার প্রতীকী ব্যাগি গ্রিন এখন ন্যাশনাল মিউজিয়ামে থাকায় দর্শনার্থীরা কাছ থেকে তা দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।”
ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহনও একে জাতীয় ইতিহাসে অমূল্য সংযোজন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,
“স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন শুধু একজন কিংবদন্তি ব্যাটারের জীবনকে চিহ্নিত করে না, বরং সেই কঠিন সময়কেও প্রতিফলিত করে যখন খেলাধুলার নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দুঃখ-কষ্টে থাকা অস্ট্রেলিয়ানদের আশা জুগিয়েছিলেন।”