সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা আগেই নিশ্চিত হলেও- আজ বাংলাদেশ-ভারতের ম্যাচটি ছিল চরম নাটকীয়। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছে। প্রথম রাউন্ডে ভারত বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল। আজকের ম্যাচে সেই পরাজয় বাংলাদেশ প্রতিহত করল।
খেলার ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে থাকলেও- ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা আনে। ইনজুরি সময়ে বাংলাদেশের জয়সূচক গোল ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে পোস্টে লাগার পর বল গড়িয়ে ভারতের জালে যায়। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলাররা উল্লাসে ফেটে পড়েন, আর ভারতীয়রা হতাশায় কাঁদতে থাকেন।
গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি, যিনি ম্যাচের শেষ মুহূর্তে বল নিয়ে দৌঁড়ে ভারতের বক্সের দিকে শট নেন। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণে ছিল শক্তিশালী। প্রথম মিনিটেই পূর্ণিমা মারমা দুর্দান্ত হেডে গোল করেন। সাত মিনিটের মধ্যে ভারত সমতা আনে। প্রথমার্ধের শেষ দিকে আলপী আক্তারের গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুরভী আকন্দ প্রীতি ৪৭ মিনিটে লিড বাড়ান।
ভারত ৬৫ মিনিটে এক লং বলে গোল করে সমতা ফিরিয়ে আনে। ৮৮ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ, কিন্তু ইনজুরি সময়ে নাটকীয় গোলে জয় নিশ্চিত হয়। ম্যাচসেরার পুরস্কারও পান প্রীতি।
এই চ্যাম্পিয়নশিপে চার দল ডাবল রাউন্ড রবিন লিগে খেলে। ছয় ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ১৫, বাংলাদেশ ১৩। ভুটানের বিপক্ষে ড্র হলে বাংলাদেশেরও ১৫ পয়েন্ট হত। তখন হেড টু হেড এবং গোল ব্যবধানের ভিত্তিতে শিরোপা নির্ধারিত হতো।