নেপাল সফরে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে বিক্ষোভ ও সংঘর্ষ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হয়েছে। পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় দলটির দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে গেছে।
আজ স্থানীয় সময় বেলা ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল দলের। তবে সংঘাত আরও বাড়ায় নেপাল কর্তৃপক্ষ ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে। ফলে দলের ফেরার পরিকল্পনা স্থগিত করতে হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, দলের যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফেডারেশনের ফেসবুক পেজে বলা হয়, “নেপালের বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ দলের যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশ দূতাবাস ও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের দল সম্পূর্ণ নিরাপদ স্থানে অবস্থান করছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।”
বাফুফের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবারই ৩২ সদস্যের টিকিট পরিবর্তন করা হয়েছিল। আজ সকালে রি-শিডিউল ফি দিয়ে ফ্লাইট নিশ্চিত করেছিল ফেডারেশন। কিন্তু নেপালের পরিস্থিতি অবনতি হওয়ায় সেই পরিকল্পনাও ব্যাহত হয়।
বাংলাদেশ দল অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে অংশ নেবে। হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটি হবে ঢাকায় ৯ অক্টোবর এবং দ্বিতীয়টি হংকংয়ে ১৪ অক্টোবর।