অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে এক হৃদয়বিদারক ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার। মাঠের প্রাণবন্ত উপস্থিতি থেকে মুহূর্তেই জীবন-মৃত্যুর লড়াইয়ে, এমন নাটকীয় মোড় নিয়েছে তার দিনটি।
শনিবার সিডনিতে ম্যাচ চলাকালে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়াবহভাবে পড়ে যান শ্রেয়াস। পয়েন্ট পজিশন থেকে দৌড়ে পিছনে গিয়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচটি ধরলেও, সেই সময় বাঁ পাঁজরের নিচে জোরালো আঘাত লাগে। প্রথমে বিষয়টি হালকা মনে হলেও, ড্রেসিংরুমে ফেরার পরই তিনি তীব্র যন্ত্রণা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন।
তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা জানান—তার প্লীহা (spleen) ফেটে গেছে এবং এর ফলে শরীরে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। এক পর্যায়ে তার শরীরের গুরুত্বপূর্ণ সূচকগুলো (vital signs) বিপজ্জনকভাবে নেমে যায়, যা মুহূর্তেই প্রাণসংকট তৈরি করে।
বিসিসিআই-এর মেডিকেল টিম দ্রুত ব্যবস্থা নেয়, ফলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়। বর্তমানে শ্রেয়াস আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রেয়াসকে অন্তত দুই দিন আইসিইউতে রাখা হবে। রক্তপাত নিয়ন্ত্রণে না এলে আরও কয়েকদিন তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হতে পারে। চিকিৎসকদের ধারণা, তিনি অন্তত এক সপ্তাহ হাসপাতালে থাকতে পারেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে,
“২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালে শ্রেয়াস আইয়ার বাঁ পাশের পাঁজরের নিচে আঘাত পান। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার প্লীহা ফেটে গেছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।”
বোর্ড আরও জানায়, সিডনিতে থাকা ভারতীয় দলের চিকিৎসক স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রেখে শ্রেয়াসের চিকিৎসা তদারকি করছেন। পাশাপাশি ভারতের শীর্ষ মেডিকেল বিশেষজ্ঞরাও অনলাইনে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।
এই ঘটনায় পুরো ভারতীয় ড্রেসিংরুমে শোক ও উৎকণ্ঠা নেমে এসেছে। সতীর্থরা শ্রেয়াসের দ্রুত আরোগ্য কামনা করছেন, আর ভক্তরা প্রার্থনা করছেন—তিনি যেন শিগগিরই আবার মাঠে ফিরতে পারেন।

