ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন—চ্যাম্পিয়নস লিগ ফাইনাল—২০২৮ সালে বসছে জার্মানির মিউনিখে। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শুক্রবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, ২০২৭–২৮ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
ফুটবলপ্রেমীদের কাছে আলিয়াঞ্জ অ্যারেনা নামটি মানেই সৌন্দর্য আর আবেগের প্রতীক। এই আধুনিক স্টেডিয়ামটি এর আগে চারবার ইউরোপীয় ফাইনালের আয়োজন করেছে, সর্বশেষ ২০২৪–২৫ মৌসুমেও এখানেই গড়িয়েছিল সেই মর্যাদাপূর্ণ ম্যাচ। এবার আবারও একই ভেন্যুতে ফিরছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই।
এর আগে নির্ধারিত হয়েছে আসন্ন দুই মৌসুমের ফাইনালের ভেন্যুও। ২০২৬–২৭ মৌসুমের ফাইনাল হবে স্পেনের মাদ্রিদে, অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে। আর তার আগের বছর, ২০২৫–২৬ মৌসুমের ফাইনাল বসবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
প্রতিবারের মতো এবারও ফাইনাল আয়োজনের দৌড়ে ছিল একাধিক শহর। তবে অবশেষে ইউরোপীয় ফুটবলের ঐতিহ্য আর অবকাঠামোর দিক থেকে এগিয়ে থাকা মিউনিখকেই বেছে নিয়েছে উয়েফা।
বায়ার্ন মিউনিখের জন্য এটি শুধু গর্বের নয়, বরং ঐতিহ্যেরও পুনর্জাগরণ। কারণ, এই মাঠেই ফুটবল ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্তের জন্ম হয়েছে—রক্ত, ঘাম আর আবেগে ভরপুর ইউরোপীয় রাতের গল্পগুলো এখানেই লেখা হয়।
২০২৮ সালের সেই রাতটি তাই হতে যাচ্ছে আরেকটি ইতিহাস—যেখানে ইউরোপের দুই সেরা দল লড়বে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটের জন্য, আর মিউনিখ আবারও হবে বিশ্বের ফুটবল রাজধানী।

