বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয় পার্শ্বে আবারও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
এএনএ জানায়, হামলায় আগুনের শিখা ও ঘুটঘুটে কালো ধোঁয়ায় বৈরুত শহরের বেশির ভাগ স্থান ঢেকে দিয়েছিল। ক্ষেপণাস্ত্র হামলায় শব্দে হু হু করে কেঁপে উঠছে গোটা বৈরুতে।
সরকারি অর্থায়নে পরিচালিত দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় লেবানিজ বিশ্ববিদ্যালয়, আর তার পার্শ্বেই এতবড় হামলা।
এ হামলা ছাড়াও বৈরুতের আল-জামুস এলাকাতেও ইসরায়েলের বিমান হামলায় বড় ধরনের আঘাত হেনেছে। বলে জানায় কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা।
হামলার একপর্যায়ে আল-জাজিরা এনএএ-কে উদ্ধৃত করার পরে জানায়, হামলার পূর্বে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই আরবি ভাষার যেসব এলাকা থেকে সাধারণ মানুষকে স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিল, তালিকা অনুযায়ী সেখানে ছিল না আল-জামুস এলাকাটির নাম।
গাজায় ইসরায়েলি বাহিনীর বরবর হামলার সূত্রপাত থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নূন্যতম ৩ হাজার ১১৭ জন নিহত ও ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন। তবুও ইসরায়েলির আগ্রাসন থেমে নেই। একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল।