ওয়াক্ফ (সংশোধনী) আইনের বিরোধিতা করায় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কংগ্রেস সবসময় মুসলিম মৌলবাদীদের তোষণ করে এসেছে। এই আইনের বিরোধিতা করে তারা আবারও সেটা প্রমাণ করেছে।
হরিয়ানার হিসার বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্যে মোদী কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, কংগ্রেস কেন একজন মুসলিম নেতাকে রাষ্ট্রপতি করেনি? কেন তারা লোকসভা নির্বাচনে মুসলিমদের অর্ধেক আসনে প্রার্থী দেয় না?
মোদীর অভিযোগ, কংগ্রেস শুধু ক্ষমতা দখলের জন্য সংবিধানকে ব্যবহার করে। তিনি বলেন, জরুরি অবস্থার সময় কংগ্রেস সংবিধানের মূল চেতনা ধ্বংস করেছিল। তারা কখনো সংবিধানে বলা ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইন কার্যকর করেনি।
তিনি বলেন, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। কিন্তু কংগ্রেস সেটারও বিরোধিতা করছে। তারা কখনো দেখেওনি সংরক্ষণের সুফল আসলেই তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি-দের কাছে পৌঁছায় কি না।
এই অনুষ্ঠানে মোদী স্মরণ করেন ড. বি. আর. আম্বেদকারকে। বলেন, তাঁর সরকার সব সিদ্ধান্তে আম্বেদকারের আদর্শ অনুসরণ করে।
মোদী অভিযোগ করেন, কংগ্রেস আম্বেদকারকে জীবিত অবস্থায় বহুবার অপমান করেছে। তাঁকে দুবার নির্বাচনে হারিয়েছে। তাঁকে সিস্টেম থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করেছে। এমনকি মৃত্যুর পরও তাঁর স্মৃতি মুছে ফেলতে চেয়েছে।
তিনি বলেন, আম্বেদকার ছিলেন সমতার পক্ষে। আর কংগ্রেস পুরো দেশে ভোটব্যাংকের রাজনীতি চালিয়েছে।
মোদীর দাবি, আম্বেদকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ঘোর বিরোধী ছিলেন। অথচ কংগ্রেস সেটা করেছে। এর ফলে মুসলিম সমাজের উপকার হয়নি। কিছু মৌলবাদী উপকৃত হয়েছে। কিন্তু সাধারণ মুসলমানেরা পিছিয়ে রয়ে গেছে।
তিনি বলেন, ওয়াক্ফ আইনই এর বড় উদাহরণ। কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য এই আইনে একতরফা পরিবর্তন এনেছিল। যা সংবিধানের ভাবনার বিপরীত।
মোদী বলেন, কংগ্রেস নেতারা যদি সত্যিই মুসলমানদের নিয়ে ভাবেন, তাহলে একজন মুসলিমকে রাষ্ট্রপতি করেন না কেন? মুসলিমদের ৫০ শতাংশ আসনে প্রার্থী দেন না কেন?
তিনি বলেন, কংগ্রেস মুসলিমদের আসলে কিছুই দেয় না। বরং সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়। তাদের লক্ষ্য কখনো কারো মঙ্গল নয়।
ওয়াক্ফ সম্পত্তির প্রসঙ্গে তিনি বলেন, লাখ লাখ হেক্টর জমি এখন ওয়াক্ফ সম্পত্তি। এই জমি সৎভাবে ব্যবহৃত হলে, মুসলিম তরুণদের বাইসাইকেলের চাকা সারিয়ে জীবন চালাতে হতো না।
তিনি বলেন, এই জমি চলে গেছে ভূমি-মাফিয়াদের হাতে। তারা দলিত, গরিব আর বিধবাদের জমি লুট করেছে।
মোদী জানান, নতুন ওয়াক্ফ আইন এই লুট বন্ধ করবে। এখন থেকে ওয়াক্ফ বোর্ড আর আদিবাসীদের জমিতে হাত দিতে পারবে না।
তিনি বলেন, গরিব ও প্রান্তিক মুসলমানেরা তাদের ন্যায্য অধিকার পাবে। এটাই হবে আসল সামাজিক ন্যায়।