ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা অঞ্চলে হামলা জোরদার করেছে, যেখানে হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলিতে আক্রমণ আরও তীব্র হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার এবং স্থলভাগে ব্যাপক হামলা চালাচ্ছে। গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের নাম মাহমুদ ও হাইথাম হামদান।
গাজার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গাজার সিটি ও শুজাইয়া এলাকায়, ইসরায়েলি বাহিনী আর্টিলারি শেল ছুড়ছে এবং সাঁজোয়া যান থেকে গুলি চালাচ্ছে। গাজার দক্ষিণাঞ্চলে আবাসান শহরে ব্যাপক গুলিবর্ষণ এবং হেলিকপ্টার হামলা চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৭৪ জন।
এছাড়া, গাজার সরকারি মিডিয়া কার্যালয়ের তথ্যমতে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে থাকতে পারে।
ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে, এবং যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান হামলা শুরু হয়েছে ২০২৪ সালের মার্চে। জাতিসংঘের মতে, ইসরাইলের হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোর ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।