গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল একটি নতুন প্রস্তাব দিয়েছে, যা মধ্যস্থতাকারী দেশ মিসর এবং কাতার যৌথভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে। বর্তমানে হামাস প্রস্তাবটি পর্যালোচনা করছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইজিপ্ট টুডে ও আল কাহেরা নিউজ থেকে জানা যায়, মিসর ও কাতার যৌথভাবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের কাছে পৌঁছেছে এবং তারা দ্রুত প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি দায়িত্বশীলতার সঙ্গে পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় আলোচনা শেষে দ্রুত উত্তর দেবে।
হামাস জানিয়েছে, তাদের অবস্থান পুনর্ব্যক্তি করেছে যে, কোনো ভবিষ্যৎ চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি, গাজার সম্পূর্ণ মুক্তি, বন্দি বিনিময় চুক্তি, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্গঠন এবং অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা দরকার।
ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, ইসরায়েল তাদের নতুন প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণের শর্ত রেখেছে, তবে হামাসের একজন নেতা জানিয়েছেন, যদি ইসরায়েল সেনা প্রত্যাহার এবং গাজায় যুদ্ধবিরতির শর্তে বন্দিদের মুক্তি দেয়, তাহলে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি বলেন, তাদের প্রস্তাব গাজার পরিস্থিতি শান্ত করতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক হবে। তিনি আরও জানান, আলোচনাগুলি ইতিবাচকভাবে চলছে এবং আজ পাঠানো প্রস্তাবটি ইসরায়েলই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলার পর গাজায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৫০ জন।