কাতার সরকারের উপহার হিসেবে দেওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭ জেটকে ভবিষ্যতের ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম ক্ষোভ প্রকাশ করেন এক সাংবাদিকের প্রতি। এনবিসি-র ওই সাংবাদিককে প্রেস কনফারেন্স থেকে বের হয়ে যেতে বলেন ট্রাম্প, পাশাপাশি তাকে ‘ভয়ঙ্কর’, ‘অযোগ্য’ এবং ‘যথেষ্ট বুদ্ধিমান নন’ বলেও কটাক্ষ করেন।
ঘটনাটি ঘটে হোয়াইট হাউজে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে দেখা যায়, এনবিসি-র এক প্রতিবেদক কাতারি জেট নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, “আপনার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত… এটা এক অসাধারণ ব্যাপার যে তারা মার্কিন বিমান বাহিনীকে একটি জেট দিয়েছে। আপনি সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছেন।”
এনবিসি ও তাদের মূল প্রতিষ্ঠান কমকাস্টের চেয়ারম্যান ব্রায়ান রবার্টসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। তিনি বলেন, “এই নেটওয়ার্ক কিভাবে পরিচালিত হয় তা তদন্ত হওয়া উচিত। এনবিসির মতো প্রতিষ্ঠানের কাজ পরিচালনায় নৈতিকতার অভাব রয়েছে।”
কাতারি এই জেট উপহারকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, “তারা শুধু একটি জেটই দেয়নি বরং যুক্তরাষ্ট্রে ৫.১ ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে; এটা প্রশংসনীয়।”
এদিকে সাংবাদিকদের একটি অংশ এই ঘটনার তীব্র সমালোচনা করেছে, প্রেসিডেন্ট হিসেবে সংবাদমাধ্যমের প্রতি ট্রাম্পের আচরণ গণমাধ্যম স্বাধীনতার জন্য হুমকি বলেও অনেকে মন্তব্য করেছেন।