তেহরানের কাছে ভারামিনে ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এর আগে ইরান আরো চারটি ইসরায়েলি যুদ্ধবিমান এবং বুধবার (১৮ জুন) ১৪টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ শুরু করার পর থেকে এটি পঞ্চম ইসরায়েলি যুদ্ধবিমান যেটি ভূপাতিত করার দাবি করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধবিমানটি তেহরানের দক্ষিণে ভারামিনে বিধ্বস্ত হয়েছে। ভারামিনের বিভাগীয় গভর্নর হোসেন আব্বাসি বলেন, “একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভারামিনের কাছে ভূপাতিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করছে।” তবে বিমানের অবস্থা বা পাইলটের জীবিত বা মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
ইরানের পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজেরোলমেহদি জানান, ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযানে তেহরান, আলবোর্জ এবং ইস্ফাহানে সুইসাইড ড্রোন উৎপাদনের কারখানা ও বিস্ফোরক ডিভাইস ধ্বংস করা হয়েছে। এছাড়া ড্রোন বহনকারী তিনটি গাড়ি ইরানে এবং একটি গাড়ি ইরাকে জব্দ করা হয়েছে।